আজ ১ জুন, ২০২৪ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর সভাকক্ষে ‘বঙ্গীয় চলচ্চিত্রে দর্শন ও গল্পের বিন্যাস: ভূ-রাজনৈতিক প্রেক্ষিত’ বিষয়ক কর্মশালা আয়োজন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিসিটিআই-এর প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক এর সভাপতিত্বে এ আয়োজনে মুল আলোচনা উপস্থাপন করেন ড. মোহান্মদ ফখর উদ্দিন দ্রাবিড় সৈকত, সহযোগী অধ্যাপক, চারুকলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব জাহিদুর রহিম অঞ্জন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক, বিসিটিআই। সঞ্চালনায় করেন জনাব মো. জাহিদুল ইসলাম, পরিচালক,বিসিটিআই।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর চলচ্চিত্র নির্মাণ স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীবৃন্দ, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ,বিসিটিআই এর কর্মকর্তাবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।